
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
শোকবার্তা:
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।’’ তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যু ও শেষ মুহূর্তের স্বজনরা:
মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মৃত্যুর সময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য আত্মীয়-স্বজনরা।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরাও শেষ মুহূর্তে তার পাশে ছিলেন।
জানাজা:
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার নামাজের জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।